Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি: অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১০:০৯ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১০:১২

ঘটনাস্থলের চিত্র। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারী শিক্ষার্থীদের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শাহাদাত হোসেন বিষয়টি জানিয়েছে।

এখনও পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মাসহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে বলেন, এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মরদেহ সনাক্ত করা সম্ভব হয় নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এরইমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

তিনি বলেন, প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে

ডিএনএ নমুনা মরদেহ শনাক্ত মাইলস্টোন ট্রাজেডি সংগ্রহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর