ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু ও শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরে শোক মিছিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে।
বুধবার (২৩ জুলাই) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘প্রিয় দেশবাসী, রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে তা জাতি হিসেবে কাটিয়ে উঠা অসম্ভব। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘সরকারের যথাযথ পদক্ষেপের দাবিতে আজ বুধবার সকাল ১১টায় চাঁদপুরে দোয়া-মোনাজাত ও শোক র্যালির আয়োজন করেছি। কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে আমরা শোক মিছিল করব।’
চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা যেন আমাদের শোককে শক্তিতে রূপান্তর করতে পারি।’
শোক কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা হাতে শোভাযাত্রা করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হবে।