Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১১:০৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকার কদম ফোয়ারা মোড়ে ট্রাকচাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেন্টু ইসলাম পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি প্লাস্টিকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সেন্টুর বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলে করে কাকরাইলে একটি কাজে গিয়েছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সেন্টু। কাজ শেষে বাসায় ফেরার সময় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার মোড়ে ইউটার্ন নেওয়ার মুহূর্তে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় দুইজনই ছিটকে পড়েন। ওই সময় ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সেন্টুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রাকচাপায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর