Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্ন ইনস্টিটিউটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১১:৩৫

বার্ন ইনস্টিটিউটের সামনে কড়া নিরাপত্তা।

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে উপচেপড়া ভিড় সামাল দিতে বার্ন ইনস্টিটিউটে কঠোর অবস্থানে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় এমনটাই দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন গেটে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে আজ ভিড় অনেকটাই কম রয়েছে। এছাড়া উৎসুক জনতার ভিড়ও নেই আজ। এমনকি, সাংবাদিকদেরও ভেতরে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। তবে আহতদের পরিবার ও স্বজনদের উপস্থিতি রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, ভিড়ের কারনে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় আজ সকাল থেকেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। আর ৪৬ জন চিকিৎসাধীন আছে।

এদিকে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

এর আগে, গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই যুদ্ধ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে

আইনশৃঙ্খলা বাহিনী বার্ন ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর