ঢাকা: অগ্নিদগ্ধ ব্যক্তিগণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে।
বুধবার (২৩ জুলাই) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এই কথা জানা গেছে।
নাম প্রকাশ না করতে চেয়ে ভারতীয় হাইকমিশনের এক কুটনৈতিক জানিয়েছেন, বাংলাদেশে অগ্নিদগ্ধদের জন্য জরুরি চিকিৎসা সহায়তায় ভারত চিকিৎসক ও নার্সদের একটি দল পাঠাবে।
তিনি আরও বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
কুটনৈতিক আরও বলেন, দলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছাতে পারে।
উল্লেখ্য, ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।