Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি: সিসিইউতে কুমিল্লার দুই বোন সারিনা-সাইবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৩:১৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৩:১৫

যমজ বোন সারিনা এবং সাইবা।

কুমিল্লা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সারিনা এবং সাইবা বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ সারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা, রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। তারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী।

তাদের বাবা ইয়াছিন মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যমজ সন্তান সারিনা জাহান ও সাইবা জাহানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে তাদের খুঁজতে থাকি। এক পর্যায়ে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ঘটনায় পাইলটসহ এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

সারাবাংলা/এনজে

মাইলস্টোন ট্র্যাজেডি সিসিইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর