Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে সরকার সঠিক পথেই এগোচ্ছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৩:১৯

ঢাকা: নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে কী আলাপ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি তো সেটা আপনাদের কাছে বলব না।’’ সরকার কি নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমি তো মনে করি নির্বাচন নিয়ে সরকার সঠিক পথেই এগোচ্ছে।’’

বিজ্ঞাপন

মাইলস্টোন বিমান বিধ্বস্ত কোনো ষড়যন্ত্র আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি এখানে কোনো ষড়যন্ত্র দেখছি না। এটা স্রেফ দুর্ঘটনা। আমি এ বিষয়ে এক্সপার্ট নই, তবে এটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু মনে হচ্ছে না। নিকট অতীতেও এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে।’’

দুর্ঘটনার পর সরকারের কোনো গাফিলতি ছিল কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকারের কোনো গাফিলতি ছিল না। তবে, অভিজ্ঞতার অভাব ছিল। তারা তো কখনো রাষ্ট্র পরিচালনা করেননি। সবাই অনভিজ্ঞ। এই আমরা যেমন রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা তাদের নাই।’’

‘‘আরেকটা সমস্য হলো ইগো। তারা কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করেন না। আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন না। এটা ইগোর কারণে হয়ে থাকতে পারে’’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় প্রধান একইসঙ্গে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হতে পারবেন না— এমন একটা প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন দিয়েছে। এ প্রস্তাবের ব্যাপারে আপনাদের অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এটা তো তাদের প্রস্তাব। এ প্রস্তাবের পক্ষে, বিপক্ষে রাজনৈতিক দলগুলো মত দিচ্ছে। সবার মতামতই শুনতে হবে। এটাই তো গণতন্ত্রের মূল কথা। ‘সব ফুল ফুটতে দাও’— এটাই তো গণতন্ত্র।’’

পিআর নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠেছে। এ ব্যাপারে বিএনপির অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সবাই সবার কথা বলছে। আমরা আমাদের কথা বলছি। সবার কথাই শুনতে হবে। সবাইকে বলতে দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।’’

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর