Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:০১

ঢাকা: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)। বুধবার সকাল পৌনে ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতয়ালী থানার পুলিশ।

তিনি বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতঃপূর্বে পুলিশ ও র‌্যাব কর্তৃক ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনের গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেল ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এমএইচ/এসএস

আসামি গ্রেফতার মামলা মিটফোর্ড সোহাগ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর