Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:০৭

বেনাপোল ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করা হয়।

বেনাপোল: যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস ছামাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করার সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। তাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি একাধিক মামলায় কালো তালিকাভুক্ত আসামি।

বিজ্ঞাপন

ওসি ইলিয়াজ হোসেন মুন্সী আরও জানান, আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

গ্রেফতার ছাত্রলীগ নেতা বেনাপোল যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর