বাগেরহাট: বাগেরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে তাদেরকে বাগেরহাট আদালতের সোপর্দ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন— নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজজাক মীর বলেন, ‘এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।