ঢাকা: সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি এবং তিনটি দেশ থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন সার আমদানিসহ ৮টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৮১০ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, আগস্ট মাসের জন্য আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি পঞ্জিকা বছরের ৩৫ ও ৩৬তম) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এ কার্গো দুটি সরবরাহ করবে। এর মধ্যে ৩৫তম কার্গোটি সরবরাহ করবে ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ ১২.২২ ডলার হিসেবে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫১৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা।
আর ৩৬তম কার্গোটি সরবরাহ করবে ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ ১২.৪৩ ডলার হিসেবে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে বিএডিসি’র সঙ্গে চুক্তির আওতায় তিনটি দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে তিন ক্যাটাগরির মোট ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন’ (প্রুডিনটর্গ) থেকে ১২তম লটের আওতায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৫১.৫০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা।
দ্বিতীয় প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১ম লটের আওতায় কেনা হবে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার। প্রতি মেট্রিক টন ৫৭৪.৫০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকা।
তৃতীয় প্রস্তাবে মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে ১ম লটের আওতায় কেনা হবে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার। তি মেট্রিক টন ৭৭০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা।
চতুর্থ প্রস্তাবে কানাডিয়ান কর্মাশিয়াল কর্পোরেশন থেকে ৩য় লটের আওতায় আমদানি করা হবে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার। প্রতি মেট্রিক টন ৩৫১.৫০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গম ৩০২.৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা।
এছাড়া বৈঠকে টিসিবি’র জন্য অভ্যন্তরীণ বাজার থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ এই ডাল সরবরাহ কর। প্রতিকেজি ডাল ৯১ টাকা ৮৮ পয়সা দরে এতে ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।