Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, শার্ট-প্যান্টও উঠছে নিলামে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:২০ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:২৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবারসহ সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যবহৃত জিনিসপত্র তোলা হচ্ছে নিলামে। গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে এসব জিনিস নিলামে তোলার জন্য সম্প্রতি একটি কমিটি গঠন করে দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. গালিব হোসেনের আদালত।

আগামী কয়েক দিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজীর ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে বলে কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে নিলাম প্রক্রিয়ার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছে এ কমিটি।

কমিটির এক সদস্য বলেন, ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র তালিকা করতে গিয়ে আমরা অবাক হয়েছি। মনে হয়েছে আমরা মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। আশির দশকে দুনিয়া কাঁপানো মার্কোস দম্পতির কথা মনে পড়ে গেল। ইমেলদা মার্কোসের জুতা, ব্যবহৃত পোশাক, অন্যান্য সামগ্রী ও প্রসাধনের মুখরোচক সংবাদ ওই সময় আলোচিত ছিল। এ যেন বেনজীর দম্পতির সঙ্গে ফিলিপাইনের মার্কোস দম্পতির রাশি জাতকের মিল রয়েছে।

বিজ্ঞাপন

বেনজীরের শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া ব্যবহৃত অনেক সামগ্রী পাওয়া গেছে। এসব হলো- শার্ট ১২২টি, প্যান্ট ২৬৬টি, ৩০ ব্লেজার, আটটি স্যুট, টি-শার্ট ৭২২টি, পাঞ্জাবী ২২৪টি, পায়জামা ৪৭টি, স্যান্ডেল ৮৮ জোড়া, কেডস ৩৫ জোড়া, জুতা ৩৮ জোড়া, শাড়ি ৪৯৪টি, থ্রিপিস ২৫০ সেট, সালোয়ার-কামিজ ৪৯৬টি, ব্লাউজ ৬৫টি, জামা ২১২টি, জ্যাকেট ৫৬টি, বেডশিট ১০৯টি, লেডিস ভ্যানিটি ব্যাগ ৭৫টি, লেডিস টপস ৬২২টি, সোয়েটার পুরুষ-১১টি, লেডিস-৩৪টি, লেডিস প্যান্ট ৩৫৫টি, লেডিস টি-শার্ট ২৮টি, নাইট ড্রেস ৫৮টি, ওড়না ৩৪৭টি, শাল-চাদর ৮৯টি, শীতের জামা ১৩২টি, লেহেঙ্গা ১৬টি, সানগ্লাস ৩৪টি ও ট্রাউজার ৬৭টি। সেন্ট-পারফিউম ছাড়াও ড্রয়িং রুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডোর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।

জানা গেছে, গুলশানের র‌্যান্কন টাওয়ারে ফ্ল্যাট নং ১২/এ, ১২/বি, ১৩/এ, ১৩/বি এই চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন বেনজীর দম্পতি। যেখানে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক আভিজাত্য সুযোগ-সুবিধা রয়েছে।

অনুসন্ধান টিম জানায়, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ রয়েছে। এসি রয়েছে ১০০টন। সুইমিং পুলে ব্যবহৃত আধুনিক সুযোগ সুবিধাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীও পাওয়া গেছে। ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সোফা, চেয়ার, আলমিরা, ওয়্যারড্রোবসহ মূল্যবান সামগ্রী নিলাম বহির্ভূত রাখা হয়েছে। এগুলোর ব্যাপারে পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৪ মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। পালিয়ে যাওয়ার সময় ব্যাগভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সারাবাংলা/আরএম/এমপি

ডুপ্লেক্স ফ্ল্যাট দুদক নিলাম সাবেক আইজিপি বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর