চট্টগ্রাম ব্যুরো: ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ট্রলারটি ভোলার মনপুরা থেকে মাছ ধরার জন্য সাগরে গিয়ে কক্সবাজারে গভীর সাগরে বিকল হয়ে পড়েছিল।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে ‘হাবিবা’ নামে মাছ ধরার ট্রলারটি ভাসতে দেখেন নৌবাহিনীর সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পেয়ে হাবিবা ট্রলারে জেলেরা ‘বিপদ সংকেত’ প্রদর্শন করেন। তখন নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ ট্রলারের কাছে যায় এবং জানতে পারে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি চারদিন ধরে সাগরে ভেসে আছে।
এ সময় জেলোরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গত শুক্রবার থেকে সাগরে ভাসছে। এক পর্যায়ে তাদের খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যায়। নৌবাহিনীর সদস্যরা জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলারটিকে কুতুবদিয়ায় নিরাপদ স্থানে পৌঁছে দেন।