ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়। এরপর, শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের বের করে দেয়।
এর মধ্যেই, সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এর একদিন পর সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।