Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:৩৫

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন ট্রাজেডির কারণে দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র/হিসাববিজ্ঞান ১ম পত্র/যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা গত ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষাটি শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৪ আগস্ট ((বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেলে (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র/আরবি ২য় পত্র/পালি ২য় পত্রের পরীক্ষাও। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র/ সলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয়পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্রের পরীক্ষা ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

অর্থনীতি ১ম পত্র/ প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

সারাবাংলা/এনএল/পিটিএম

এইচএসসি টপ নিউজ নতুন রুটিন পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর