Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিও ফান্ড ফেরত না আনলে রিজেন্টের ১০০ কোটি টাকা জরিমানা


২৩ জুলাই ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:৩৬

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা বিধি-বহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লীগ‍্যাছি ফ‍্যাশনে বিনিয়োগ করা হয়েছে। যা আগামি ৩০ দিনের মধ‍্যে ফেরত আনতে হবে। আর এটি ফেরত আনতে না পারলে ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। কমিশনের ৯৬৪ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট টেক্সটাইলেল আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লীগ‍্যাছি ফ‍্যাশনের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। এর ফলে রিজেন্ট টেক্সটাইলকে আগামী ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত/জমা প্রদানের আদেশ জারির সিন্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিজ্ঞাপন

ওই অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থ হলে রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানীর ৫ জন পরিচালক ইয়াকুব আলী, ইয়াসিন আলী, তানভীর হাবিব, মাশলুফ হাবিব ও সালমান হাবিবকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হবে।

পুঁজিবাজার বিএসইসি রিজেন্ট টেক্সটাইল