Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মুগদায় বাসচাপায় রেলওয়ে কর্মচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:৪১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদায় যাত্রীবাহী বাসচাপায় আতিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা রেলওয়ের কর্মচারী ছিলেন।

বুধবার (২৩ জুলাই) সকালে মুগদা হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে ডিউটিরত সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ওই ব্যক্তি মুগদা হাসপাতালের সামনে একটি বাসে উঠার চেষ্টা করছিল। সেসময় তুরাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই তুরাগ পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

মৃত আতিকুর রহমানের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। আতিকুর বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তিনি ঢাকা রেলওয়ে কমলাপুরে (এসএস পিটার) কর্মরত ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সকালে সংবাদ পাই মুগদায় বাসচাপায় আহত হয়েছেন আতিকুর। তাকে মুগদা হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় পাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

নিহত বাসচাপা রাজধানী রেলওয়ে কর্মচারী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর