ঢাকা: ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণকে শেয়ারে রুপান্তরের আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। কমিশনের ৯৬৪ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যাফোডিল কম্পিউটার্স থেকে সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি বা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন না-মঞ্জুর করেছে।