Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টিপাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:৫৪

বৃষ্টি। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত আবহাওয়া থাকবে একই রকম। এসব দিনে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি, এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

এই অবস্থায় সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/পিটিএম

টপ নিউজ মৌসুমি বায়ু লঘুচাপ সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর