ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা হাতে শোক মিছিল করেছে। বুধবার (২৩ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যেগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ বিষয়ে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন।
সারজিস আলম লিখেছেন, ‘তথাকথিত তদন্ত নয়। বরং, মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে আমরা আর এমন ট্রাজেডি দেখতে চাই না। এভাবে জীবনগুলোকে হারাতে চাই না।’
তিনি আরও লিখেন, ‘জুলাই এর গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, সেই ফ্যাসিস্টবিরোধী শক্তিকে আওয়ামী লীগ প্রশ্নে আপসহীন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এর আগে, শোক মিছিল শেষে সারজিস আলম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য দোয়া করেন। তিনি বলেন, ‘আমরা যে ভাই-বোনদের হারিয়েছি এবং যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’
শোক মিছিলের সময় চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে কালো পতাকা হাতে এনসিপির নেতাকর্মীদের দেখা যায়। উপস্থিত জনগণের অনেকেই এই মিছিলে সংহতি জানান।
উল্লেখ্য, এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুর ও কুমিল্লায় পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।