ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই অর্থ আগামি ৩০ দিনের মধ্যে ফেরত আনতে হবে, অন্যথায় ফান্ডটির অ্যাসেট ম্যানেজারকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৯৬৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড ২০১৭ সালে এএফসি হেলথে ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়। এতে ফান্ডটির ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৯.০০ (নয়) কোটি টাকা উক্ত ফান্ডে ফেরত/জমা প্রদানের আদেশ জারি করেছে বিএসইসি। ওই অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থ হলে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১০.০০ (দশ) কোটি টাকা অর্থদন্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া ওই অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ট্রাস্টি হিসেবে যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তাই বিজিআইসি-কে ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।