Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২০:০১

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী দক্ষিণ কোরানীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে মাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় মাহিদুল। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহিদুল ওই এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ছলেমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির পাম্পের লাইনের কাজ করার সময় মূল সুইচ বন্ধ না করেই সরাসরি লাইনের সাথে তার সংযোগ দিতে গেলে মাহিদুল বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

মৃত্যুর বিষয়ে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার জানান, “এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আজ বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এর সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএস

বিদ্যুতায়িত মৃত্যু যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর