ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুলাই) মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা। যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। ব্যাংক ও আর্থিক খাতসহ বড় মূলধনী কোম্পানির দরবৃদ্ধির দিনে সূচক বেড়েছে প্রায় ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে। এই সাত কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট। আগের দিন মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল।
প্রধান সূচকের বৃদ্ধির পাশাপাশি ডিএসইর অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’১৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে।
বুধবার ডিএসইতে মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।
ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১০২টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৯টি কোম্পানির বাজার দর।
অপরদিকে সিএসই-তে বুধবার ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৯০ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়েছিল।