Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে মাদকবিরোধী অভিযানে আটক ৫১


৩ জুলাই ২০১৮ ১৪:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মতিঝিল-শাহজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১২ টা থেকে শুরু হয়ে অভিযান চলে ১ টা পর্যন্ত। অভিযানে গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াট সহযোগিতা করে। মোতায়েন ছিল এপিসি কার ও রায়ট কার।

এরপর সেখানে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ জনকে আটক ছাড়াও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। ওই গাড়ি থেকে ফেনসিডিল পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর