ঢাকা: জাতীয় স্বার্থে সকল ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দল-মতের ভিন্নতা উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি লিখেন, ‘আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’
তিনি আরও লেখেন, ‘জাতীয় ঐক্য ছাড়া কোনো দুর্বার আন্দোলন সম্ভব নয়।’ তাই দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান তার দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে ধৈর্য বজায় রাখার নির্দেশ দেন। তিনি লেখেন, ‘আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ঐক্য অটুট থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশাব্যঞ্জক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’