ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে এ পদক্ষেপ নেয় তারা।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলাকালীন এ ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালকের ভূমিকা পালন করেন এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে বক্তব্য দেওয়ার আহ্বান জানালে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রথম বক্তব্য দেন।
তিনি বলেন, “অতীতে স্বৈরশাসকরা যেভাবে দমন-পীড়ন চালিয়েছে, আজকের ঘটনার মধ্যেও সেই ধারা স্পষ্টভাবে দৃশ্যমান। এ ধরনের হামলা ফ্যাসিবাদের ইঙ্গিত বহন করে।”
প্রিন্স আরও বলেন, “ঐকমত্যের আলোচনা গুরুত্বপূর্ণ হলেও, এই মুহূর্তে প্রতিবাদ না জানিয়ে এখানে অবস্থান করা আমাদের জন্য অসম্ভব। আমরা ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করছি।”
তার এই ঘোষণার সঙ্গে একমত পোষণ করে জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও ওয়াকআউটে অংশ নেন।
ওয়াকআউটের দশ মিনিট পর আবারও সংলাপে ফিরে আসেন এই তিন দলের প্রতিনিধিরা।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই প্রতীকী প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকার চর্চার অংশ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “তিনটি রাজনৈতিক দল যে বক্তব্য দিয়েছেন, তা আমরা নোট করেছি। সরকার নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।”