Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাপ্ত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ৬৮ শতাংশ 

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২১:০৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২১:৩৬

ঢাকা: সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৫ শতাংশ। এটি গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) এডিপি বাস্তবায়ন হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। এর বিপরীতে টাকার অংকে গত অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরে এডিপি ব্যয়ের পরিমাণ ছিল ২ লাখ ৫ হাজার ১১৮ কোটি টাকা।

বিজ্ঞাপন

আইএমইডি’র তথ্য মতে, গত অর্থবছরের এডিপি বা প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে আছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ বিভাগের ১৫টি প্রকল্পের অনুকূলে ২ হাজার ২৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বছর শেষে এসব প্রকল্পের কর্মকর্তারা মাত্র ৩৫০ কোটি টাকা খরচ করেছেন। এই বিভাগের এডিপি বাস্তবায়ন হার মাত্র ১৫ শতাংশ।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে- স্বাস্থ্যসেবা বিভাগ (বাস্তবায়ন ২১ শতাংশ); নির্বাচন কমিশন সচিবালয় (৩২ শতাংশ); বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (৩৭ শতাংশ); ভূমি মন্ত্রণালয় (৩৭ শতাংশ)।

অন্যদিকে সবচেয়ে ভালো করেছে বিদ্যুৎ বিভাগ। এই বিভাগ তাদের বরাদ্দের ৯৮ শতাংশ টাকা খরচ করেছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রগুলোর মতে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা ছিল। ফলে উন্নয়ন প্রকল্পের কাজ হয়নি বললেই চলে। এ ছাড়া আন্দোলনের সময়ে বেশ কয়েক দিন কারফিউ ছিল। বছরজুড়ে একধরনের রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতাও ছিল। গত বছর ক্ষমতার পটপরিবর্তনের কয়েকজন প্রকল্প পরিচালককে খুঁজে পাওয়া যায়নি। অনেক ঠিকাদার পালিয়ে গেছেন। এসব কারণে প্রকল্পের বরাদ্দের টাকা পুরোটা খরচ করা সম্ভব হয়নি।

সারাবাংলা/আরএস

২০২৪-২৫ অর্থবছর এডিপি বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর