Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান
দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২১:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:২৬

‎ঢাকা: ‎রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়। এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

‎অভিযান শেষে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুরুল কবির গণমাধ্যমকে জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতিদ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে।

বিজ্ঞাপন

‎পাসপোর্ট আবেদনকারীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

‎তিনি জানান, এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। ওই বিজ্ঞপ্তির পর মাইকিং করেও দালালদের থেকে সতর্ক করা হয়।

‎এরপরও দালাল চক্রের উপদ্রব বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে র‌্যাব-২ এ অভিযান পরিচালনা করে।

‎মেজর মঞ্জুরুল কবির জানান, র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর পরিচালনায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি জানান, আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

‎তিনি আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনএল/এসএস

অভিযান কারাদণ্ড দালাল চক্র র‍্যাব