Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২১:৩৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২১:৪৮

ঢাকা: জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার এবং গোপনকক্ষের ভেতরে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‎বুধবার (২৩ জুলাই) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা নীতিমালা-২০২৫ জারি করা হয়।

‎নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।

নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে।

‎সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেলও ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। অনুমোদিত কার্ডধারী সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

‎ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে।

বিজ্ঞাপন

কী করা যাবে, কী যাবে না—

  • বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।
  • গোপনকক্ষের ছবি তোলায় যাবে না।
  • একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না, ১০ মিনিটের বেশি থাকতে পারবে না।
  • ভোটকক্ষে সাক্ষাতকার নেওয়া যাবে না।
  • ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
  • ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।
  • ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।
  • ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

‎সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নতুন নীতিমালা ভোটকেন্দ্র সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর