Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলি করি, মরে একটা!
সেই ডিসি ইকবালকে ‘ছেড়ে দিয়ে’ পলাতক দেখাল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২১:৩৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:৫৩

ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘গুলি করে করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করা নিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে ভিডিও দেখিয়ে বলেছিলেন তৎকালীন ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল। অভিযোগ উঠেছে, সেই ইকবালকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়ে পলাতক দেখিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে ডিসি ইকবাল কথা বলার সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিএমপি। পরে ২০২৪ সালের ২০ আগস্ট ডিসি ইকবালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সংক্রান্ত খবরও তখন গণমাধ্যমে প্রকাশ হয়।

বিজ্ঞাপন

অভিযোগ ‍উঠেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ডিসি ইকবাল চাকরিতে যোগ না দিয়ে নরসিংদীর নিজ বাড়িতে অবস্থান করে। একই বছরের ২৮ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে নরসিংদী থেকে ধরে নিয়ে আসে। এর পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার ১১ মাস পর গত ২৩ জুলাই চাকরিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ছাত্রদের ওপর গুলি করার ভিডিও দেখাচ্ছেন তৎকালীন ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ছাত্রদের ওপর গুলি করার ভিডিও দেখাচ্ছেন তৎকালীন ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

এখন প্রশ্ন উঠেছে- ডিসি ইকবালকে ডিবি পুলিশ ধরে নিয়ে আসার পর মামলায় গ্রেফতার না দেখিয়ে কেনইবা ছেড়ে দিল, আবার দীর্ঘদিন পর কেনইবা সাময়িক বরখাস্ত করল। এর পেছনে কী কারণ থাকতে পারে? এই প্রক্রিয়াটিকে পুলিশের চরম গাফিলতি মনে করছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি, একজন পুলিশ কর্মকর্তা যিনি সরাসরি গুলি করার ভিডিওর বর্ণনা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেই পুলিশ কর্মকর্তাকে ধরার পর কেন ছেড়ে দেওয়া হলো? এখন আবার তাকে পলাতক দেখানো হচ্ছে কেন? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। বেড়া খুলে দিয়ে খেত খাওয়ানোর পর যে হায় হায় অবস্থা তৈরি হয়, তাই হয়েছে পুলিশ বাহিনীর।

এ ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকে ফোন করলে তিনি কথা বলতে রাজি হননি। এর পর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীকে ফোন করা হলে তিনিও কল রিসিভ করেননি। জানতে চাইলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল কি না জানা নেই।’

এদিকে, ডিসি ইকবালকে ডিবি হেফাজতে নেওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। ওই সময় মিডিয়ায় যে নিউজ প্রকাশিত হয়েছিল তা ভুয়া ছিল বলেও জানানো হয়। সদর দফতর বলছে, তিনি দীর্ঘদিন ধরে চাকরিতে যোগদান না করায় পলাতক দেখিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডিসি ইকবাল পলাতক বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর