Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় দল হিসেবে এনসিপিকে কীভাবে ডাকে সরকার — প্রশ্ন নুরের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২২:২২ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২৩:১৬

নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশ্ন তুলে বলেছেন, নিবন্ধনবিহীন একটি দলকে কীভাবে ‘বড় দল’ হিসেবে বৈঠকে ডাকে সরকার? একটি সদ্য গঠিত দলের সঙ্গে কীসের ভিত্তিতে সরকারের বৈঠক, আর কাদের বাদ দিয়ে?”

বুধবার (২৩ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “সরকার এনসিপিকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ সব দলের পক্ষ থেকেই এসেছে। এত বড় একটি গণঅভ্যুত্থানের পর জনগণের সমর্থন পাওয়া সরকারের এমন পক্ষপাত জনগণ মেনে নেবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতেই পারে—তারা বড় দল। কিন্তু সরকার যে চারটি দলকে ডেকেছে, তার ভিত্তি কী? নিবন্ধন নেই, রাজনৈতিক মাঠে তেমন উপস্থিতিও নেই। এটাই আজকের বৈঠকে প্রধান প্রশ্ন হয়ে উঠেছে।”

নুরুল হক বলেন, “যদি এই ধরনের পক্ষপাতিত্ব চলতে থাকে তাহলে জনগণের মধ্যে প্রশ্ন জাগবে—এই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কি না।”

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা উল্লেখ করে নুর বলেন, “সাধারণ মানুষ হিসেবে আমরা ঘটনাগুলো আঁচ করতে পারি আর গোয়েন্দা বাহিনী পারে না—এটা ব্যর্থতা না হলে কী? অথবা তারা সরকারের সঙ্গে সমন্বয়হীন অবস্থায় আছে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শক্তি দেশে বিশৃঙ্খলা ছড়াতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন একটি বা দুইটি দলের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। এটি বৃহত্তর জনআকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে।”

তিনি স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে। সরকারকে অন্তত পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি যাচাইয়ের আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সরকারের কিছু সিদ্ধান্তে তার অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে । আমরা চাই সরকার আবার জনগণের আস্থার জায়গায় ফিরে আসুক।”

সারাবাংলা/এফএন/এসএস

এনসিপি দল নুর সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর