Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এলডিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২২:৩৮

গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম

ঢাকা: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি জানান।

যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত বৈঠকে ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। বিকেল অনুষ্ঠিত বৈঠক পর ‍শাহাদাত সেলিম বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলেছি— এখনো সময় আছে। নির্বাচন সামনে, স্বচ্ছতা ও আস্থার পরিবেশ গড়ে তুলুন। ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করুন, কোনো নতুন ছক না আঁকাই ভালো।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত বছর স্বৈরাচারী সরকারের পতনের দাবি তুলেছিলাম, সেই ঐক্য আবার ফিরিয়ে আনতে চাই। কিন্তু, সরকার কোনো কোনো দলকে বিশেষ প্রটোকল দিয়ে রাজনৈতিক বিভেদ উসকে দিচ্ছে, যা অনভিপ্রেত।’

এলডিপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘অনেক উপদেষ্টা জনবিচ্ছিন্ন এবং সচিবালয়ে সাধারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতেও অনীহা প্রকাশ করেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলে না। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ে হামলা নিয়েও আলোচনা হয়। সেলিম বলেন, ‘এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে কেন রাত সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে? গোয়েন্দা বাহিনী কী করছিল? এটি স্পষ্ট ব্যর্থতা।’

তিনি আরও বলেন, ‘আলাদাভাবে ছোট-বড় দল চিহ্নিত না করে, সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে বসার সময় এখন। রাজনৈতিক সিদ্ধান্ত হোক সর্বসম্মতভাবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

৫ আগস্ট এলডিপি নির্বাচনের তারিখ শাহাদাত হোসেন সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর