Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষার্থীদের আন্দোলনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে একটি চক্র’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:২০

ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-সমাবেশে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

ঢাকা: মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে একটি চক্র অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, ‘মাইলস্টোন দুর্ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিবাদী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে রুখে দিতে হবে। দেশবিরোধী এই ষড়যন্ত্র মোকাবিলায় সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-জনতা ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নাহিয়ান বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, পুরোনো ও থার্ড জেনারেশনের বিমান ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর বিমানবাহিনীর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও, তার কার্যকর ব্যবহার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জনবহুল এলাকায় এ ধরনের যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া নিরাপদ নয় এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণরূপে রাষ্ট্রকে বহন করতে হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। শহিদ পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।’

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে নাহিয়ান বলেন, ‘আমরা এই উদ্যোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের উচিত ছিল ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া ও ভারতের মুসলিম নিপীড়িত অঞ্চলে কার্যকর ভূমিকা রাখা। কিন্তু, সংস্থাটি এসব ইস্যুতে ব্যর্থ ছিল। একটি পক্ষপাতদুষ্ট, ব্যর্থ ও অকার্যকর সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে ইসলামপ্রিয় জনগণ তা কখনোই মেনে নেবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র আন্দোলনের সভাপতি আরিয়ান ইমনের সভাপতিত্বে, ঢাকা মহানগর পূর্ব-এর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমান এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী ছাত্র আন্দোলন মাইলস্টোন শেখ মাহবুবুর রহমান নাহিয়ান