ঢাকা: পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
বুধবার (২৩ জুলাই ) বিকেল পৌনে ৪ টার দিকে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার মাহবুবুল সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি সাঁথিয়া থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলার আসামি। মামলার পরিপ্রেক্ষিতে সাঁথিয়া থানার রিক্যুজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও, তার বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। মাহবুবুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।