Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:৪৯

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ মামলায় সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

মামলার বাদী ভুক্তভোগী মেয়ের বাবা জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বাদীর বরাত দিয়ে জানান, ওই ১৬ বছর বয়সী কিশোরী এসএসসি পরিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিত। এরপর গত ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজারে সাজ্জাদ ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামার বাড়ীতে নিয়ে যায়। সেখান তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পারিবারিক চাপে মেয়েকে জীবননগর নারায়ণপুরে শরিফুলের বাড়ীতে নিয়ে এলে সেখানেও মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর জীবননগর থানায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর অভিযুক্ত সাজ্জাদকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী মেয়েকে মেডিক্যাল পরীক্ষার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএস

কিশোরী গ্রেফতার ধর্ষণ মামলা যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর