Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
দগ্ধদের চিকিৎসা দিতে ভারতের মেডিকেল টিম ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:৪২ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০০:০৬

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে চার সদস্যের একটি মেডিকেল টিম।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ৪ সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন এবং প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারী হাসপাতাল হিসেবে পরিচিত। তারা বৃহস্পতিবার (২৪ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন।

বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ভারত। দেশটির প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানায়। এই পরিপ্রেক্ষিতে ভারত থেকে মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।

উল্লেখ্য, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন ।

সারাবাংলা/একে/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর