Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃশাসনের দিকে মানুষ আর ফিরে যেতে চায় না: গোলাম পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০০:১৬

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জনগণ আর দুঃশাসন, নির্যাতন ও অপকর্মের দিকে ফিরে যেতে চায় না। তারা চায় ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র।”

বুধবার (২৩ জুলাই) বিকেলে খুলনার শিরোমণি হাফিজিয়া মাদরাসা অডিটোরিয়ামে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গত ১৬ বছরের শাসনামলে মানুষ দুর্নীতি, দুঃশাসন ও নিপীড়ন দেখেছে। মানুষ এখন এমন একটি রাষ্ট্র চায়, যেখানে থাকবে ন্যায়বিচার, শ্রদ্ধা ও মানবিকতা। জামায়াত সেই রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সংসদে আলোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। অথচ এখনকার শাসকরা ক্ষমতায় গিয়েই দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ জামায়াতের দুইজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই।”

তিনি জনগণকে ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচনী আসন কমিটির আহ্বায়ক মুন্সি মিজানুর রহমান এবং পরিচালনা করেন সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি আশরাফুল আলম, বায়তুলমাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্যা, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, ফুলতলা উপজেলা সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খান, খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াত নেতা শেখ মো. আলাউদ্দিন, ড. আজিজুল হক,  মাস্টার মফিজুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, হাফেজ আল আমিন গাজী, মাষ্টার মিজানুর রহমান ও মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এর আগে সকালে অধ্যাপক গোলাম পরওয়ার ফুলতলার জামিরা ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশে অংশ নেন।

সারাবাংলা/এসএস

গোলাম পরওয়ার দুঃশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর