Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ আগস্টের পর রাজনৈতিক ঐক্যের বদলে বিভেদ তৈরি হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০০:২৮

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও জাতীয় ঐক্যের বদলে বিভেদ তৈরি হয়েছে- এমন অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে এমনটাই মন্তব্য করেন।

মঞ্জু বলেন, ‘৫ আগস্টের পর আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন ছিল, কিন্তু তার বদলে বিভেদ তৈরি হয়েছে। সরকার চাইলে শুরুতেই এসব বিভেদ দূর করতে পারত। কিন্তু এখন দেখছি অনেকে এই বিভেদকে সুযোগ হিসেবে নিচ্ছেন।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে এবি পার্টির প্রধান বলেন, ‘আপনি যদি সংস্কার নিশ্চিত করতে না পারেন, ভালো নির্বাচন না দিতে পারেন, তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিন।’

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক নেতা হাসনাত ও সারজিসের নাম উল্লেখ করে মঞ্জু বলেন, ‘একসময় তারা যেখানে যেতেন সমাধান আসত। এখন আমরা দেখি— তাদের নিয়ে স্লোগান হয়, মানুষের আস্থা নেই। উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে।’

বৈঠকে এবি পার্টি একটি নতুন প্রস্তাবও দেয়। ‘যেকোনো ঘটনার বিষয়ে প্রেস উইং নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা ব্রিফ করবেন— এই নিয়ম চালু করা উচিত।’ গতকাল বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠকের প্রসঙ্গে মঞ্জু বলেন, ‘এই চারটি দল পরস্পরের বিরুদ্ধে হিংসাত্মক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। অথচ সরকার তাদেরকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘এই প্রবণতা চলতে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে।’ এবি পার্টির প্রধান অভিযোগ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে, তাতে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়নি। এটা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, এটা তো হওয়ার কথা না।’

মঞ্জু বৈঠকে প্রস্তাব দেন, ‘আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সমাবেশ বা আলোচনা সভার আয়োজন করুন। সবাইকে কিছুটা হলেও শোনার সুযোগ দিন।’

সারাবাংলা/এফএন/পিটিএম

এবি পার্টি ঐক্য বিভেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর