Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবেন না: হাসনাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০০:৪০ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০০:৪২

কুমিল্লা: “কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট, আপনি বিএনপি বা জামায়াত করতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না”—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা ও মহানগর এনসিপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, “একসময় শেখ হাসিনা বলেছিলেন—‘কুমিল্লার নামের আগে কু রয়েছে, তাই এই নামে বিভাগ হবে না।’ এখন আমরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি। কুমিল্লা নামেই বিভাগ হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “কুমিল্লা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বৈষম্যের শিকার। এখানকার মানুষ আত্মনির্ভরশীল হলেও বিগত সরকার কাঠামোগত উন্নয়নে ব্যর্থ হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে সিলেট সড়কে দুইটি বাস চলার মতো জায়গা নেই, অথচ এটিকেই মহাসড়ক বলা হয়!”

বিজ্ঞাপন

উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা আগে ভাবতাম শুধু উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু কুমিল্লায় এসেও দেখি—ভালো রাস্তা নেই, অবকাঠামো ভেঙে পড়েছে। সরকার ব্যবস্থা না নিলে আমরা জনগণের টাকায় নিজেরাই রাস্তাঘাট ঠিক করব।”

আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় না আনতে কুমিল্লাবাসীকে সতর্ক করে তিনি বলেন, “কুমিল্লায় বিএনপি-জামায়াতের কর্মীদের নির্যাতিত হতে হয়েছে। এখনও লড়াই শেষ হয়নি। কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ পুনরায় ফিরে এলে চার কোটি সন্তানের নিরাপত্তা থাকবে না।”

এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, নাভিদ নওরোজ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শুরুর আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে বিকেল ৫টায় পদুয়ারবাজার বিশ্বরোড থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এসএস

আওয়ামী লীগ পুনর্বাসন হাসনাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর