নীলফামারী: উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বুধবার (২৩ জুলাই) রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। তাঁরা বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে প্রতিনিধি দল মেহেরীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়—“মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে তিনি যেভাবে কোমলমতি শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছেন, তা চিরকাল জাতির হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিক্ষার্থীরা দগ্ধ হলে তাঁদের উদ্ধারে এগিয়ে যান সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী। এসময় তিনিও মারাত্মকভাবে দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার পর তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরদিন মঙ্গলবার নীলফামারীর জলঢাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।