Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ০২:১০ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০৪:০৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’ থেকে রাত ১ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরবেন।

উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসা দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে।

সারাবাংলা/এসএস

এভারকেয়ার হসপিটাল খালেদা জিয়া হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর