ঢাকা: ‘যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে’- কুমিল্লার শহিদ বিপ্লবীদের স্মরণে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বুধবার রাতে (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের মত বিপ্লবীদের কুমিল্লা থেকে… আজকের শোক র্যালি এবং শোক সভা।’
এর আগে চাঁদপুরে অনুষ্ঠিত হয় এনসিপির শোক মিছিল, যা ‘মাইলস্টোন ট্রাজেডি’তে নিহতদের স্মরণে আয়োজিত হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।