ঢাকা: বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের দশটি অঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং আরও একবার খুলনা অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী, নদী ও আশপাশের এলাকার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীবাহী ও ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া নদীপথে চলাচল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছিল, যার প্রভাব ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ধরনের আবহাওয়ার প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।