Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ সিরিজ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ০৯:৩৭

সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে জিতলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে লিটন দাসের দল। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে এই লজ্জায় ডোবাতে?

গত মে মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবার টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলেন তারা। ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান।

মিরপুরে অবশ্য একেবারেই সুবিধা করতে পারছে না সফরকারীরা। প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছেন তারা। দুই ম্যাচেই বোলারদের দাপটে দারুণ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মিরপুরের চ্যালেঞ্জিং উইকেটে দুই দলের ব্যাটাররাই বেশ হ্যাপা পোহাচ্ছেন। বিশেষ করে পাকিস্তানের ব্যাটাররা একেবারেই খাপ খাওয়াতে পারেননি পিচের সঙ্গে। আজও মিরপুরের পিচে বোলারদের দাপট থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।

পাকিস্তান দলের আসতে পারে পরিবর্তন। এখন পর্যন্ত দলে সুযোগ না পাওয়া সাহিবজাদা ফারহানকে দেখা যেতে পারে দলে। এছাড়াও সুফিয়ান মুকিমকেও একাদশে আনতে পারে পাকিস্তান।

আজ সন্ধ্যা ৬টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর