Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৫

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০৯:৩০

ঢাকা: ওয়ানপ্লাস-এর নর্ড ৫ সিরিজ সবসময়ই চেষ্টা করেছে সেরা প্রযুক্তির অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের নাগালে আনতে। সেই ধারাবাহিকতায় বাজারে এসেছে ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ হাজার ৩৫০ অ্যাপেক্স চিপের দুর্দান্ত পারফরম্যান্স ও ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির এক শক্তিশালী কম্বিনেশনে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করেছে।

বুধবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্মুথ ও শক্তিশালী পার্ফমেন্স:
ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ হাজার ৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩ দশমিক ৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে। গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।

বিজ্ঞাপন

নর্ড সিই৫ -এ রয়েছে আধুনিক এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম যা অ্যাপ চালানো ও গেম খেলার সময় মসৃণতা নিশ্চিত করে। গেমপ্রেমীদের জন্য রয়েছে বিজিএমআই ও সিওডিএম গেম খেলার সুবিধা ১২০ এফপিএস পর্যন্ত! ফোনটি আনটুটু বেঞ্চমার্কে ১৪ হাজার ৭ লাখ স্কোর করেছে যা এই দামের ফোনের মধ্যে শীর্ষে।

বিজ্ঞপ্তিতে জানেো হয়, ফোনটিতে আছে ৭ হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেটে দেখা যায়। এতে একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলে। ফলে সারাদিন ঘোরাঘুরি, কাজ বা বিনোদন কোনোক্ষেত্রেই চার্জে নিয়ে চিন্তা করা লাগবে না।

তবে শুধু ব্যাটারি বড় হলেই তো হয় না! তাই ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ৫৯ মিনিটেই ১ থেকে ১০০ শতাংশ চার্জ করে ফেলে। ফলে মাত্র ১০ মিনিট চার্জেই ইউটিউবে ৬ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে আছে ওয়ানপ্লাস-এর ব্যাটারি হেলথ ম্যাজিক প্রযুক্তি যা চার্জিং ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। এছাড়া রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, যার মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে বিদ্যুৎ নেয়, ব্যাটারি থেকে নয়। এতে গরম কম হয় এবং ব্যাটারি বেশি দিন ভালো থাকে। বাইপাস চার্জিং গেম খেলার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে, কারণ এতে ফোন বেশি সময় ধরে চালালেও গরম হয় না বা দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তা থাকে না।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ওয়ানপ্লাস নর্ড সিই৫ স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর