ঢাকা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের ইমামগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (২৩ জুলাই) পরিচালিত তিনটি অভিযানে দুইটি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে বেশ কিছু সুপারশপ ও দোকান মালিককে পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা প্রদান করা হয়।
পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৯৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৯২৭টি প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২ লাখ ৫১ হাজার ৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
এছাড়া, পলিথিন উৎপাদনে জড়িত ১৬টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন এবং সিলগালা করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।