Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যান্ত্রিক ত্রুটি: ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১০:৩৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:০৪

জরুরি অবতরণ করা বিমানের ফ্লাইটটি।

চট্টগ্রাম ব্যুরো : ২৮৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানিয়েছেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করে।

চট্টগ্রাম থেকে ২৮৭ জন যাত্রীসহ ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার পর পাইলট ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটিকে আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

বিজ্ঞাপন

ইব্রাহীম খলিল বলেন, ‘যান্ত্রিক ত্রুটি থাকলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। যাত্রীরা সবাই নিরাপদ আছেন। বিমানবন্দরের কার্যক্রমও স্বাভাবিক আছে।’

সারাবাংলা/আরডি/এনজে

জরুরি অবতরণ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর