Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১১:০৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:০৫

মরদেহ: প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন আহত হয়েছেন।

নিহত হাফিজুর ইসলাম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া বালাবাড়ি এলাকার আসব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজুর তেঁতুলিয়া থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ডাহুক সেতু এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে এবং দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। এ সময় আহত হন ইজিবাইক চালক সহ আরও দুইজন।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দুটি ও ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। নিহতের ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে

আহত ট্রাকের ধাক্কা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর