Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০-এ প্রিয়শপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১১:৩১

ঢাকা: বাংলাদেশকে আবারও একবার নতুন উচ্চতায় নিয়ে গেলো প্রিয়শপ, স্টার্টআপ হুইল ২০২৫-এ টপ ৩০ স্থান অর্জন এর মাধ্যমে। স্টার্টআপ হুইল ভিয়েতনাম দ্বারা আয়োজিত এশিয়ার অন্যতম স্টার্টআপ প্রতিযোগিতা, যেখানে প্রিয়শপের সাথে আরও ২৮টি দেশের ২ হাজার ১৪৪টি স্টার্টআপ অংশ নিয়েছিল।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রিয়শপ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টপ ৩০-এ অবস্থান নিশ্চিত এর মাধ্যমে প্রিয়শপ একটা স্টেটমেন্ট তৈরিতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ ডিজিটালি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং মুদি দোকানিদের ইনোভেশনের ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে উঠে আসছে। প্রিয়শপ তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশের শীর্ষ স্টার্টআপগুলোর সাথে টপ ৩০-এ অবস্থান করছে।

বিজ্ঞাপন

ছয় মাসের একটি দীর্ঘ প্রতিযোগিতার পর প্রিয়শপকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর দ্বারা প্রিয়শপ তাদের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের প্রকৃত পরিস্থিতি সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নিচ্ছে।

প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন এই মাইলফলক এর বিষয়ে বলেন, ‘এটি প্রিয়শপ টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা লাখ লাখ মুদি দোকানিদের সাপ্লাই চেইন সহজ তো করছিই এবং এমবেডেড ক্রেডিট এর মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশকে আমরা প্রিয়শপ এর মাধ্যমে বিশ্বমঞ্চে আরো উঁচু করে তুলে ধরতে পারবো। এই স্বীকৃতি আমাদেরকে বৈশ্বিক পরিসরে পদচিহ্ন তৈরি করতে সাহায্য করছে এবং দেশের তরুণ উদ্যোক্তাদের মনে আন্তর্জাতিক মানের স্টার্টআপ গড়ার অনুপ্রেরণা দেবে।’

প্রিয়শপ তার অগ্রযাত্রায় অবিচল থেকে বাংলাদেশের খুচরা ব্যবসায় রূপান্তর আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের উঠতি উদ্যোক্তাদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে চলেছে। একটি স্থানীয় স্টার্টআপ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির এই ধারাবাহিক যাত্রা প্রমাণ করে যে বাংলাদেশের খুচরা ব্যবসায় খাতে অসীম সম্ভাবনা রয়েছে। এখানে উদ্ভাবনী সমাধান শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী পরিবর্তন আনতে সক্ষম।

সারাবাংলা/ইএইচটি/এনজে

প্রিয়শপ স্টার্টআপ হুইল

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর