ফরিদপুর: ফরিদপুরের করিমপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টায ফরিদপুর-মাগুরা মহাসড়কে কানাইপুরের করিমপুরে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- বাস চালক আজিজুল হক (৬২) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে, ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৮) ও মধুখালী উপজেলার গড়িয়াদাহ এলাকার রেপতি বিশ্বাসের স্ত্রীর মিনতি রানী বিশ্বাস (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণ করা হচ্ছে লোকাল বাসের গতি বেশি থাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।